২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:০৩

মৌসুমের শেষে ইউনাইটেড ছাড়ছেন ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক:

চলতি মৌসুমের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন সুইডিশ তারকা স্ট্রাইকার জ্লাটান ইব্রাহিমোভিচ, এমন ইঙ্গিতই দিয়েছেন ক্লাবের ম্যানেজার হোসে মরিনহো। ৩৬ বছর বয়সী ইব্রা ২০১৬ সালে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। ঐ বছরের পরেই তার সাথে রেড ডেভিলসের চুক্তি শেষ হয়ে যায়। ব্রিটিশ গণমাধ্যমের দাবি মেজর লীগ সকারে এলএ গ্যালাক্সিতে তিনি যোগ দিতে যাচ্ছেন। এদিকে মরিনহো বলেছেন ইব্রাহিমোভিচ মে মাসে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে পারেন। তবে এই সময়ে মধ্যে সুইড এই তারকা ক্যারিয়ার শেষের কথা ভাবছেন কিনা এ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এমনও হতে পারে ভিন্ন কোনো লীগে নতুন কোনো চ্যালেঞ্জের সন্ধানে রয়েছে এই তারকা ফরোয়ার্ড।
মরিনহো বলেছেন, ‘জ্লাটানের জন্য আমি মনে করি এই মৌসুমটাই ইউনাইটেডে শেষ মৌসুম হওয়া উচিত। তবে খেলা চালিয়ে যাওয়া না যাওয়া একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি ক্যারিয়ারের এই মুহূর্তে এসে সে সঠিক পথই বেছে নিবে। অসাধারণ একটি ক্যারিয়ার ও অসাধারণ একজন খেলোয়াড় হিসেবে গুরুত্বপূর্ণ মুহূর্তে ইনজুরি তার পিছু ছাড়েনি। এর বাইরে গত দুই বছর সে আমাদের সাথে চমত্কার সময় কাটিয়েছে।’
এর আগে বৃহস্পতিবার ইব্রাহিমোভিচ বলেছিলেন তার জন্য বিশ্বকাপের দরজা এখনো বন্ধ হয়ে যায়নি। গত ডিসেম্বরে প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে প্রথম ৪৫ মিনিট খেলার পরে গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়ে তার আর এ পর্যন্ত মাঠে নামা হয়নি। গত মৌসুমে ৪৬ ম্যাচে ২৮ গোল করে ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইব্রা। তার কল্যাণেই ইউনাইটেড লিগ কাপ ও ইউরোপা লিগের শিরোপা জিতেছিল। মরিনহো বলেন, এই মৌসুমটা তার জন্য সম্পূর্ণ ভিন্ন। সে ইনজুরি আক্রান্ত ছিল না। এই মুহূর্তে তার যা অবস্থা তাতে সে দলের জন্য শতভাগ দিতে পারবেনা। কিন্তু তারপরেও সে নিজেকে ম্যাচ খেলার জন্য ফিট দাবি করে আসছে। সে কারণেই সে দারুণ পরিশ্রম করছে। আশা করছি তার এই পরিশ্রম বিফলে যাবেনা।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ১১:৪১ পূর্বাহ্ণ