১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

মেকআপ ট্রেন্ড

লাইফ স্টাইল ডেস্ক:

সাজগোজ বা ফ্যাশন সবকিছুতে পুরনো ট্রেন্ড ফিরে আসে। তবে কিছু কিছু যে স্রোতের টানে ভেসে যায় না তা নয়। এ বছরটাও তার ব্যতিক্রম নয়। ফিরে এসেছে মেকআপের কিছু পুরনো ধরন। দৈনন্দিন জীবনে মেকআপের গুরুত্ব না থাকলেও কোনো অনুষ্ঠানে মেকআপ ছাড়া গেলে নিজেকে অসম্পূর্ণ মনে হয়। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, কীভাবে সাজলে, যে কোনো গেট টুগেদারে, আপনার সাজ সবার নজর কাড়বে।-

এ বছরটা মেকআপে হবে ঘরে ফেরার পালা। তাই ভীষণভাবে ফিরেছে আইলাইনার। ল্যাশলাইন ধরে মোটা করে উপরে-নিচে লাগাতে পারেন আইলাইনার। তাকে কোনো ড্রামাটিক অ্যাঙ্গলও দিতে পারেন, আবার গ্রাফিক শেপও দেখতে খুবই ভালো লাগে।

মেকআপে একেবারেই ওভারডু নয়, যতটা ন্যাচারাল দেখানো যায়। মেকআপ হবে এমন, যেন তা দেখে মনে হয়, এই উজ্জ্বলতা ত্বকেরই। গ্লো ফিনিশ চলে গিয়ে মেকআপে ইন ছিল ম্যাট কেক বা পাউডারড ফিনিশ। এ বছর আবারো ফিরছে হাইলাইটার। স্কিন যত সুস্থ, ততই তার গ্লো। এই উজ্জ্বলতা পুরোটা যদি স্বাভাবিকভাবে না আসে, মেকআপ করতেই পারেন।

উজ্জ্বলরঙা নানা শেডের লিপস্টিকের রঙের খেলা দেখা যাবে চারপাশে। আরো বিশেষভাবে বললে, নিয়ন রং কিন্তু এ বছর রাজত্ব করবে। মেকআপে রংবাজি ফিরলেও তা যেন অতিরিক্ত হয়ে না যায়, সে ব্যাপারেও খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি। নিউট্রাল মোনোক্রোম নয়, ব্রাইট আইশ্যাডো আপনার মেকআপে আনুক ব্যতিক্রম। তবে আইশ্যাডো যখন হবে ডার্ক, লিপ কালারও যেন হয় তার সঙ্গে সামঞ্জস্য রেখেই।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ১১:০৯ পূর্বাহ্ণ