২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২৫

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ : ৫৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
প্রবল তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ইউরোপ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল থেকেই বরফের চাদরে মুড়ে যায় ইউরোপের উত্তর থেকে দক্ষিণে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। বৈরী আবহাওয়ার কারণে গোটা ইউরোপ জুড়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউরোপের বিভিন্ন আবহাওয়া সংস্থাগুলি জানিয়েছে, গতকাল ইউরোপের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৪০ ডিগ্রি সেলসিয়াস নীচে। ঝড়ের দাপট সবচেয়ে বেশি দেখা গেছে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, দক্ষিণ ওয়েলস এবং স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায়। ওইসব জায়গাগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন। তুষারপাতের কারণে বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ ও বিমান বিমান পরিষেবা।
সংস্থাগুলি আরো জানিয়েছে, তুষারপাতের কবলে পড়ে গোটা ইউরোপে ৫৫ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পোল্যান্ডেই এই সংখ্যাটা ২১। তা ছাড়া চেক রিপাবলিকে ৬ জন, লিথুয়ানিয়ায় ৫ জন, ফ্রান্সে ৪ জন, স্পেনে ৩ জন, ইতালি, রোমানিয়া ও স্লোভেনিয়ায় ২ জন করে এবং ব্রিটেন ও নেদারল্যান্ডসে ২ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২, ২০১৮ ৩:১৯ অপরাহ্ণ