১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

ভারতের দীর্ঘতম সেতুর উদ্বোধন

দেশজনতা ডেস্ক:

মোদি সরকারের তিন বছর পূর্তিতে ভারতে উদ্বোধন হল দেশের দীর্ঘতম সেতু। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের উত্তরাঞ্চলকে এ সেতু উপহার দেন। এদিন ধলা-শদিয়া সেতুটি উদ্বোধনকালে আসামের বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকার নামে সেতুটির নামকরণ করেন মোদি।

 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত পাঁচ দশক ধরে এ সেতু প্রকল্প বাস্তবায়নে গাফেলতির জন্য তৎকালীন ইউপিএ সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, “২০০৪ সালে যদি অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসত এ সেতুটি তখন বাস্তবায়ন হয়ে যেত।” এই সেতুটি প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর স্বপ্নের প্রকল্প ছিল বলেও জানান তিনি। এদিন রাজ্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল নেতৃত্বে রাজ্য সরকারের প্রশংসা করেন মোদি। আসাম রাজ্যটিতে মাত্র এক বছরের বিজেপি শাসনকালে অনেক সমস্যার সমাধান হয়েছে বলে তিনি তাঁর বক্তব্য জানান।তিনসুকিয়া জেলায় ব্রহ্মপুত্রের উপর সদ্যনির্মিত দেশের দীর্ঘতম ভূপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য ৯.১৫ কিলোমিটার। এ সেতুর কারণে আসাম ও অরুণাচল প্রদেশের মধ্যে পরিবহণ যোগাযোগ আরো বৃদ্ধি পাবে, চার ঘন্টার দুরত্ব কমে আসবে। ভারত-চীন সীমান্তের কাছাকাছি এ সেতু ব্যবহার করে ভারত তাদের চীন সীমান্তে দ্রুত ব্যাটল ট্যাঙ্ক নিয়ে যেতে সক্ষম হবে৷ অসম ও অরুণাচল প্রদেশের বাসিন্দাদের পাশাপাশি ভারতীয় সেনাও এই সেতু ব্যবহার করে  ২০১১ সালে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়৷ গোটা প্রকল্পের জন্য আনুমানিক ৯৫০ কোটি টাকা খরচ হয়৷

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৭, ২০১৭ ১০:৪৪ পূর্বাহ্ণ