১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপন যোগাযোগ ছিল জেরেড কুশনার

দেশজনতা ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং খুব কাছের উপদেষ্টা জেরেড কুশনার অন্তত তিনবার রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে যোগাযোগ করেছেন। রয়টার্সের খবরে প্রকাশ, যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ২০১৬ এর নির্বাচনী প্রচারণা চলাকালে এ সাক্ষাৎ হয়। এ যোগাযোগের মধ্যে আছে গত বছর এপ্রিল ও নভেম্বরের মাঝামাঝি দুইবার ফোন কল করা। দু’টি তথ্যসূত্র এটি নিশ্চিত করে। এ বছরের প্রথম দিক থেকেই ট্রাম্পের নির্বাচনী প্রচারণা টিম ও ক্রেমলিনের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে আওয়াজ উঠে।

সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সঙ্গে রাশিয়ার কর্মকর্তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে তদন্ত পরিচালনা করার সময় থেকেই এফবিআইয়ের দৃষ্টি জেরেড কুশনারের দিকে ছিল বলে দুটি সূত্র জানায়।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের লোক হিসেবে পরিচিত কুশনার যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত সার্গেই কিসলিয়াকের সঙ্গে যোগাযোগ করেন।ট্রাম্প কন্যা ইভাঙ্কার স্বামী জেরেড কুশনারের দিকে তাক করা গোয়েন্দা বাহিনী ও মিডিয়ার দৃষ্টি। রাশিয়ার সঙ্গে কুশনারের কী কী বিষয়ে আলাপ হয়েছে সেটা হয়তো শিগগিরই জানা যাবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৭, ২০১৭ ১০:৩১ পূর্বাহ্ণ