১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৭

টাঙ্গাইলে বাউবি পরীক্ষায় ১৪ শিক্ষার্থী বহিষ্কার

টাঙ্গাইল প্রতিবেদক:
টাঙ্গাইলের ভূঞাপুর ফলদা শিহাব উদ্দিন কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে ১৪জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত একাদশ শ্রেণীর বাংলা ১মপত্র পরীক্ষায় ওই শিক্ষার্থীদের বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ আহমেদ।
জানা যায়, উপজেলার ফলদা শিহাব উদ্দিন কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রে ১২৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় ২৫জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। এর মধ্যে নকল করার অভিযোগে ১৪জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ আহমেদ জানান, বাউবি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৪জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সকালে বাংলা ১মপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২, ২০১৮ ২:৪২ অপরাহ্ণ