১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৬

বাংলাদেশ-মিয়ানমার পতাকা বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক:

 বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই পতাকা বৈঠকে বসেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

শুক্রবার বিকেল ৩টার দিকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুমের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে পতাকা বৈঠকটি শুরু হয়। বিজিবি সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার সকালে কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল খালেক, পতাকা বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বান্দরবান উপজলার ঘুমধুমের তমব্রু সীমান্তে নোম্যানসল্যান্ড এলাকা পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান, বান্দরবান লামা উপজেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম, নাইক্ষ্যংছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এন সরয়ার কামাল প্রমুখ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক দীলিপ কুমার বলেন, ‘বিজিবির পক্ষ থেকে মিয়ানমারকে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছে। আজ বিকেল ৩টায় বৈঠক হওয়ার কথা রয়েছে।’

গতকাল বৃহস্পতিবার মিয়ানমার সীমান্তে অতিরিক্ত সৈন্য সমাবেশ করার প্রতিবাদ জানায় বিজিবি। এ সময় পতাকা বৈঠকের আহ্বান করা হয় বিজিবির পক্ষ থেকে। এরই পরিপ্রেক্ষিতে আজ পতাকা বৈঠকে অংশ নিতে রাজি হলো মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২, ২০১৮ ২:৪০ অপরাহ্ণ