১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৯

ঢাকা বার নির্বাচনে ভোট গণনা স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

বহিরাগতদের হামলায় স্থগিত হয়ে গেছে ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ কার্যবর্ষ নির্বাচনের ভোট গণনা। বৃহস্পতিবার বিকাল ৫টায় ঢাকা বারের নিজস্ব ভবনের তৃতীয়তলায় ভোট গণনা শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে সেখানে হামলার ঘটনা ঘটে। এ হামলায় প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আবদুল মান্নান আহত হয়েছেন বলে সাদা প্যানেলের হয়ে গতবারের নির্বাচনে সভাপতি প্রার্থী মনজুরুল আলম জানিয়েছেন।

নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ মাহবুব জানান, ভোট গণনার সময় অজ্ঞাত ব্যক্তিরা এসে হামলা করলে ভোট গণনা স্থগিত হয়ে যায়। ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হান্নান ভূঁইয়া জানান, ভোট গণনার সময় অতর্কিতে হামলা ও ককটেল নিক্ষেপ করা হয়।

প্রত্যক্ষদর্শী আইনজীবী কালাম খান জানান, ভোট গণনায় সাদা প্যানেলের প্রার্থীরা পিছিয়ে পড়ে। এরপরই ওই হামলা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ও বুধবার মোট ৯ হাজার ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার ভোট গণনা শেষে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আবদুল মান্নান। এ নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৭ জন। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী আছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২, ২০১৮ ১১:১৪ পূর্বাহ্ণ