বিনোদন ডেস্ক:
টালিউড, বলিউড, হলিউড জুড়ে এখন ভূতেদের বিশাল রাজ্য। এই রাজ্যে হলিউড পরিচালকরা কিছুটা সার্থক হলেও খুব একটা সফলতা পাচ্ছেন না অন্য সবাই। দর্শকদের ভয় দেখাতে একপ্রকার ব্যর্থই হয়েছেন তারা। কিন্তু পরিচালক মহুয়া চক্রবর্তী এবার দাবি করে বলেছেন, ‘এমন ভয়ের সিনেমা কলকাতার দর্শক এর আগে দেখেনি।’
টলিউডের আপকামিং বাংলা সিনেমা ‘আমার ভয়’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এর আগে দর্শক রুপোলী পর্দায় ঋতুপর্নার রোম্যান্স দেখেছে। আগুন ধরেছে তার অভিনয়ে। আবার কখনও কখনও নাচে-গানে হিল্লোড় তুলেছেন তিনি। তবে এবারই প্রথম পুরোপুরি অন্যরূপে আসছেন ঋতুপর্না। তার উদ্দেশ্য দর্শকদের ভয় দেখানো।
তবে কিসের ভয়? ভূত না অন্য কিছু সেটা জানতে অপেক্ষা করতে হবে। নির্মাতা আরও বলেন, ‘এই সিনেমার সঙ্গে ঋতুপর্নার ভয়ের একটা যোগাযোগ রয়েছে।’
ভাই বোনের সম্পর্ক নিয়ে তৈরি হবে সিনেমাটি। এতে ঋতুপর্নার ভাইয়ের চরিত্রে দেখা যাবে অনুভব মোহান্তিকে। ঋতুপর্না ছাড়া সিনেমাটিতে আরও থাকছেন, শান্তিলাল, দেবাশিস, মৌসুমী ও ঋক।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

