২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩৫

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আহমেদ জামাল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালকে চুক্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১ মার্চ) স্বেচ্ছায় অবসরগ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে আহমেদ জামালকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে ৬২ বছর বয়স পর্যন্ত, অর্থাৎ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ডেপুটি গভর্নরের দায়িত্বে থাকবেন তিনি।

তার নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) নিয়োগের জন্য গত বছর ডিসেম্বরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে একটি সার্চ কমিটি গঠন করে সরকার। ওই কমিটি যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগের জন্য সরকারের কাছে সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে আহমেদ জামালকে নিয়োগ দিলো সরকার।

দৈনিক দেশজনতা /এন আর  

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৭:১২ অপরাহ্ণ