স্পোর্টস ডেস্ক:
২০০৯-এ শ্রীলঙ্কার হয়ে পাকিস্তান সফরে গিয়েছিলেন কুমার সাঙ্গাকারা। লাহোরে লঙ্কান দলের উপর সন্ত্রাসী হামলার সাক্ষীও তিনি। কিছুটা আহতও হয়েছিলেন। এই ঘটনার অনেকদিন পার হয়ে গেছে। আর সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। পাকিস্তানও চেষ্টা করছে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর।
সে উদ্দেশ্যে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কয়েকটি ম্যাচ আয়োজন করা হবে দেশটিতে। পিএসএলে মুলতান সুলতানস দলের সদস্য সাঙ্গাকারা জানিয়েছেন পাকিস্তান সফরে যেতে তার কোন সমস্যা নেই। শ্রীলঙ্কার উপর হামলার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি পাকিস্তানে। তবে ধীরে ধীরে দেশটির ক্রিকেট বোর্ড চেষ্টা করছে এই অবস্থা পরিবর্তনের। প্রথমে জিম্বাবুয়ে, তারপর বিশ্ব একাদশ ও সর্বশেষ শ্রীলঙ্কা গিয়েছে পাকিস্তান সফরে। পিএসএল মূলত দুবাই ও শারজায় আয়োজিত হলেও এবার দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ হবে পাকিস্তানে। কোয়ালিফায়ার হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এবং ২৫ মার্চের ফাইনাল হবে করাচিতে। পিএসএলে এবারই নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যোগ দিয়েছে মুলতান সুলতানস। এর মধ্যে দু’ম্যাচের দুটিতেই জয়ে পেযেছে তারা। কুমার সঙ্গাকারা ছাড়াও এ দলে রয়েছেন কাইরন পোলার্ড ও ড্যারেন ব্রাভোর মত তারকারা।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

