১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৮

বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

দোল পূর্ণিমা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ ছিল। আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোড ও কাস্টমসে পণ্য শুল্কায়ন স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, দোল পূর্ণিমা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর থেকে কোন পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি এবং বাংলাদেশ থেকেও কোন পণ্য বোঝাই ট্রাক ভারতে যায়নি। তবে বন্দরে পণ্য শুল্কায়ন, পরীক্ষণ ও লোড-আনলোডসহ সব কাজ স্বাভাবিক ছিল।

ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, দোল পূর্ণিমা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে। ভারত থেকে কিছু যাত্রীদের রঙ মেখে বাংলাদেশে আসতে দেখা গেছে।

দৈনিক দেশজনতা /এন আর  

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৬:০৬ অপরাহ্ণ