১৮ই ডিসেম্বর, ২০২৪ ইং | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৪৩

দুর্বোধ্য প্রেসক্রিপশন পড়া ও ওষুধ খাওয়ার সময় মনে করাবে অ্যাপস

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

সময় পাল্টে যাচ্ছে খুবই দ্রুত। তথ্যপ্রযুক্তির বৈপ­বিক এই পরিবর্তনের প্রধান লক্ষ্য মানুষের জীবন-যাপনকে সহজ থেকে সহজতম করা। এই পরিবর্তনের ধারায়, নতুন নতুন সেবার আইডিয়া ও পেশাদারিত্ব নিয়ে এগিয়ে আসছে আমাদের তরুণ প্রজন্ম। তেমনই একটি উদ্যোগের সাথে সম্প্রতি পরিচয় ঘটেছে। সম্প্রতিক অভিযোগ, চিকিৎসা সেবায় ডাক্তারদের দূর্বোধ্য হাতের লেখার প্রেসক্রিপশন পড়তে পারছেন না সেবা গ্রহীতারা। এই সমস্যা সমাধান করবে একটি এন্ড্রয়েড অ্যাপ। আবার নিজের বা প্রিয়জনের অতি প্রয়োজনীয় ওষুধ খাওয়ার সময় আপনাকে মনে করিয়ে দেবে একই অ্যাপস। এর সাথে ওষুধ ও তার প্রতিক্রিয়াসহ, চিকিৎসা সংক্রান্ত আরও অনেক সমস্যার সমাধান দেবে দেশের তৈরি এই মোবাইল অ্যাপটি।

মূলত, সেবার মানকে আরো সহজ আধুনিক এবং ডিজিটালাইজড করতে মেডিকেয়ার হেলথ নিয়ে এসেছে একটি আধুনিক স্মার্ট হেলথ এন্ড্রোয়েড অ্যাপ, যা দেশের চিকিৎসা খাতে অবদান রাখবে। গত ২১ ফেব্রুয়ারি অ্যাপটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মেডিকেয়ার হেলথ এর প্রতিষ্ঠাতা এবং সিইও জনাব শামীম আহমেদ শাকিল, সহ-প্রতিষ্ঠাতা এবং সিটিও এস এম হাজ্জাজ ইমতিয়াজ, অতিথিদের মধ্যে ছিলেন হ্যান্ডি মামার সিইও, শাহ পরান, আসিফ আহনাফ, সিইও, ব্রেকবাইট ও প্রেসিডেন্ট, ই-ক্যাব ইউথ ফোরাম এবং একেএমজি কিবরিয়া। ফাউন্ডার, ডাবল আর, ফাইনেন্সিয়াল ও স্টার্ট আপ এডভাইজর, এক্স এসিস্টেন্ট ম্যানেজার, এসআইবিএল সহ অনেকেই।

মানুষের সেবার মান নিশ্চিত করতে এই অ্যাপটিতে অনেক ধরনের ইউজার ইন্টারফেস রাখা হয়েছে যার মাধ্যমে একজন ইউজার পিল রিমাইন্ডঃ (মেডিসিন খাবার সময়, পরিমাণ সেট করলে অ্যাপ তাকে নোটিফিকেশন, এলার্ম বা কলের মাধ্যমে রিমাইন্ড করে জানাবে। এতে সময়মত ইউজার তার মেডিসিনটি নিতে পারবেন । মেডিসিন সার্চ এর মাধ্যমে যে কোন মেডিসিন জেনেরিক অথবা ব্র্যান্ড নেম দিয়ে সার্চ দিয়ে মেডিসিনের ম্যানুফ্যাকচারার, , ইন্ডিকেশন, সাইড ইফেক্ট, এডভার্স ইফেক্ট জানা যাবে এবং ইনফরমেশন সেভ করে রাখা যাবে। ড্যাসবোর্ড এর মাধ্যমে অ্যাপ ইনস্টল করার দিন হতে একজন ইউজার এর গৃহীত প্রতিটি মেডিসিন তারিখ অনুযায়ী ড্যাসবোর্ডে পাবেন এবং সেখানে গ্রাফ/চার্টের মাধ্যমে তার মেডিকেশান পারফমেন্স দেখতে পাবেন। পুরো বাংলায় আর্টিকেলের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক টিপস প্রদান করা হবে হেলথ টিপস ফিচারটি থেকে। এবং মেডিকেয়ার অ্যাপ তার ইন্টেলিজেন্ট প­াটফর্ম এর মাধ্যমে রোগীর রোগ/ওষুধ সেবন অনুসারে তাকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবে ।

এই অ্যাপটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাবহার রয়েছে বলেও জানান মেডিকেয়ার এর প্রতিষ্ঠাতা। রোগী কোন মাসে মেডিসিন নিচ্ছেন/ সময় /বয়স ইত্যাদি ডিটেক্ট করে তাকে সেই মৌসুম আসার আগেই বিভিন্ন ভাবে সতর্ক করা হবে, সেফ থাকার জন্য বিভিন্ন টিপস শেয়ার করা হবে। আর দারুণ ফিচার হিসেবে থাকছেDrug-Drug interaction (যেমন কোন ওষুধের সাথে কোন ওষুধ নিলে খারাপ বা adverse reactions হতে পারে) এবং উDrug-Food interaction (কোন অষুধের সাথে কোন খাবার খাওয়া অনুচিত) ।

এই ফিচারে আছে প্রায় ১১ হাজার জেনেরিক এর ডাটা, যা খুবই তথ্য বহুল ও একসাথে পাওয়ার সম্ভাবনা বিরল (এই দুটি ফিচার আসবে ‘স্বাধীনতা এডিশান’ এ (মার্চ ২৬) । এছড়াও মেডিকেয়ারে কল বা চ্যাট এর মাধ্যমে প্রাথমিক সেবা গ্রহন করতে পারবেন।মেডিকেয়ার এর ফেসবুক গ্রুপের মাধ্যমে গ্রুপ মেম্বাররা বিনা খরচায় স্বাস্থ্য সেবা পাবেন বলেও তিনি জানান।

দৈনিক দেশজনতা /এন আর  

 

 

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৫:৫৯ অপরাহ্ণ