নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মাহুতির ঘটনায় প্রধান আসামি ফারুক এখনো অধরাই রয়ে গেছে। তবে ফারুকের অন্যতম সহযোগী বোরহান উদ্দিনকে (৩৫) শুক্রবার ভোরে নেত্রকোনার দূর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার বোরহান পটকা গ্রামের নূরুল ইসলামের ছেলে ও আত্মহত্যার প্ররোচনা মামলার ৩ নম্বর আসামি।
শ্রীপুর থানার এস আই শহিদুল হক মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে নেত্রকোনা জেলার দূর্গাপুরের সীমান্তবর্তী এলাকা থেকে বোরহানকে গ্রেফতার করা হয়। অবিলম্বে প্রধান আসামি ফারুকসহ সকল পলাতক আসামিদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য গত ২৯ এপ্রিল হযরত আলী তার মেয়ে আয়েশাকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পরে এ করুন মৃত্যু নিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন ও হালিমার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

