১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৪

জেলে রেখে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবেনা

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে দেশব্যাপী লিফলেট বিতরণের প্রস্তুতি নিয়েছে দলটি। আগামীকাল বৃহস্পতিবার এই লিফলেট বিতরণ করা হবে। এরইমধ্যে কেন্দ্র থেকে জেলায় জেলায় পৌঁছানো হয়েছে লিফলেট। কিন্তু চেয়ারপারসনের মুক্তির দাবিতে এই লিফলেটে কী থাকছে?

জানা গেছে, এই লিফলেটে মোট নয়টি পয়েন্ট তুলে ধরা হয়েছে। ‘বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কর্তৃক প্রকাশিত’ লিফলেটের শিরোনাম দেওয়া হয়েছে ‘প্রতিহিংসার বিচারে বন্দি; গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী খালেদা জিয়ার দেশবাসীর প্রতি আহ্বান’।

এতে বলা হয়েছে, ‘দেশের সব প্রথা-প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই। ১০ টাকা দরে চাল খাওয়ানোর ওয়াদাকে ভাঁওতাবাজি প্রমাণ করে চালের দাম এখন ৭০ টাকা। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।’

লিফলেটে তুলেধরা হয়েছে, ‘মানুষের কাজের সংস্থান নেই। চাকরির খোঁজে লুকিয়ে বিদেশ যাওয়ার পথে আমাদের তরুণরা সাগরে ডুবে মরছে।’
লিফলেটে আরও রয়েছে, ‘উন্নয়ন প্রকল্পের ব্যয় পাঁচ-দশগুণ বাড়িয়ে এরা লুটের রাজত্ব কায়েম করেছে। দুর্নীতি এখন লাগামছাড়া।’

দেশে ন্যায়বিচার নেই, ইনসাফ নেই, জনগণের নিরাপত্তা নেই। নারী ও শিশুরা পাশবিক নির্যাতনের শিকার বলেও দাবি করা হয়েছে লিফলেটে।
এতে আরও বলা হয়েছে, ‘দেশে এখন সত্যিকারের সংসদ নেই। তথাকথিত সংসদে নেই প্রকৃত বিরোধী দল। শাসকদের কোথাও কোনো জবাবদিহিতা নেই।’
‘অনেক মানুষ গুম-খুনের শিকার হয়েছেন। দুঃসহ বন্দি জীবন কাটাচ্ছেন অগণিত নেতাকর্মী ও ভিন্নমতের মানুষরা। অসংখ্য মানুষ হামলা-মামলা-হুলিয়া নির্যাতনের শিকার হচ্ছেন।’

বাংলাদেশের মানুষ এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি চায় উল্লেখ করে ‘খালেদা জিয়ার আহ্বান’র লিফলেটে বলা হয়েছে, ‘আমাকে আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি।’

‘আপনারা গণতন্ত্রের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনগণের সরকার কায়েমের জন্য শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন। আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না।’

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৮:২৩ অপরাহ্ণ