১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

গণতন্ত্রের শত্রুরা খালেদা জিয়াকে শত্রু মনে করে : নজরুল ইসলাম খান

মারুফ শরীফ, নিজস্ব প্রতিনিধি :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা গণতন্ত্রের শত্রু, তারা খালেদা জিয়াকে শত্রু মনে করে। তিনিই দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে ফিরিয়ে এনেছেন। বর্তমান একদলীয় ক্ষমতাসীন ও সাবেক স্বৈরাচারের সমন্বয়ে গঠিত সরকারের প্রধান প্রতিদ্বদ্বী একমাত্র খালেদা জিয়া। তাই তাঁকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে।

গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘কারাবন্দি দেশনেত্রী এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে মুক্ত আলোচনায় বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, আমিনুল ইসলাম, আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার চায় খালেদা জিয়াকে কারাগারে রেখে আবারও একতরফা নির্বাচন করতে। সে জন্য রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে খালেদা জিয়াকে মিথ্যা ও বানোয়াট মামলায় একটি রায় দিয়ে তাঁকে কারাগারে পাঠিয়েছে।

দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সরকার প্রতিহিংসাবসত বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় বিচারে কারাগারে পাঠিয়েছে। কোনো দুর্নীতির অভিযোগ নয় কেবল রাজনৈতিক কারণে বিএনপির চেয়ারপারসন আজ জেলে।

নজরুল ইসলাম আরো বলেন, খালেদা জিয়াকে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে। যেখানে আর কোনো কয়েদি নেই। সেখানে খালেদা জিয়াকে প্রতিহিংসামূলক ও অন্যায়ভাবে রাখা হয়েছে সাধারণ কয়েদিদের মতো। সরকার খালেদা জিয়াকে কারাগারে নিয়ে তাঁকে মানসিকভাবে ভেঙে দিতে চাচ্ছে। এতে খালেদা জিয়ার কোনো ক্ষতি করতে পারেনি বরং তাঁর অবস্থান ও জনপ্রিয়তা আগের চেয়ে আরো বাড়িয়ে দিয়েছে। তিনি এখন দেশনেত্রী থেকে দেশের মানুষের মা হয়ে উঠেছেন।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করায় পুলিশ দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা নির্যাতন করছে। কারণ, তারা চায় আমরা শান্তিপূর্ণ আন্দোলন পরিহার করি, যাতে তারা জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করে, দেশের সম্পদ নষ্ট করে আমাদের উপর এর দোষ চাপাতে পারে এবং বিএনপির নেতা-কর্মীদের উপর আরো বেশি নির্যাতন চালাতে পারে।

আইনমন্ত্রীর সমালোচনা করে বরকত উল্লাহ বুলু বলেন, ‘খালেদা জিয়া আইনজীবীদের ভুলে জেলে আছেন’ বলে আপনি প্রমাণ করে দিলেন, মামলাটি ভুয়া এবং সাজানো। আপনি যদি তাই মনে করেন, তাহলে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে দিন। আপনি নিজেও তো একজন আইনজ্ঞ।

বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের মানুষ আজ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাই সরকার আমাদের যে কোনো কর্মসূচি পালন করতে বাধা দিচ্ছে। সরকার চিন্তা করছে, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে সরকারের পতন অনিবার্য।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৭:৩৫ অপরাহ্ণ