কক্সবাজার প্রতিবেদক:
কক্সবাজারের সেন্টমার্টিন থেকে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের ৬ রাখাইন নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। বুধবার মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকালে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের অদূরে গভীর সমুদ্রে আগে থেকে উৎপেঁতে ছিল কোস্টগার্ড। ইয়াবার চালান নিয়ে ফিশিং বোটটি মিয়ানমার থেকে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করলে ধরে ফেলে কোস্টগার্ড সদস্যরা।
এসময় বোটে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ টি সামুরাই ক্রিজ সহ মিয়ানমারের ৬ জন রাখাইন নাগরিককে আটক করা হয়।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

