২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৯

নেইমারের পজিশনে ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক:

ইনজুরিতে পড়া নেইমারের রিয়ালের বিপক্ষের ম্যাচে ফেরার সম্ভাবনা নেই। ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। নেইমারের অনুপস্থিতিতে কে খেলবে তার পজিশনে? ব্রাজিলিয়ান এই তারকার পজিশনে খেলার ক্ষেত্রে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। ২০১৮ সালে ডি মারিয়া পিএসজির হয়ে ৩০ ম্যাচে মাঠে নেমে গোল করেছেন ১৪টি। আর গোলে সহায়তা করেছেন ১৫টিতে। সবশেষ ১২ ম্যাচে তিনি গোল করেছেন ১০টি। তার মধ্যে একটি হ্যাটট্রিকও রয়েছে। তাছাড়া ইউরোপিয়ান লিগগুলোতে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। জানেন রিয়ালের খেলার ধরন সম্পর্কেও।
অবশ্য রিয়ালের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে খেলেননি ডি মারিয়া। ৫ মার্চ দিবাগত রাতে ঘরের মাঠে নেইমারের পজিশনে খেলানোর জন্য হয়তো তিনিই থাকবেন কোচ এমেরির প্রথম পছন্দ। রিয়ালের বিপক্ষে নিজেকে প্রমাণ করার অপেক্ষায় ডি মারিয়া। শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে পিএসজি। শেষ আটে যেতে হলে ফিরতি লেগে ঘরের মাঠে কমপক্ষে ২-০ ব্যবধানে জিততে হবে ফরাসি জায়ান্টদের। অন্যদিকে কোনোভাবে ড্র করতে পারলে কিংবা ১-০ ব্যবধানে হারলেও কোয়ার্টার ফাইনালে যাবে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৪:৫০ অপরাহ্ণ