স্পোর্টস ডেস্ক:
গত মৌসুমেও বারেসলোনার আক্রমণভাগে ছিলেন বিস্ময়কর এমএসএন ত্রয়ী। সেই ত্রিফলা হয়তো ভেঙে গেছে। বার্সেলোনা ছেড়ে এ মৌসুমে নেইমার পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তবে এমএস জুটি আছেন। আর বার্সেলোনার বর্তমান এমএস জুটিও সেই একই রকম কার্যকরী! মুখের কথা নয়, পরিসংখ্যানই বলছে এটা। মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে লিওনেল মেসি। লুইস সুয়ারেজ মৌসুমের শুরুর দিকে ফর্মখরায় পড়েছিলেন বটে। তবে দুঃসময় দ্রুতই পেছনে ফেলে ফর্মে ফিরেছেন বার্সেলোনার উরুগুইয়ান ফরোয়ার্ড।
মেসি-সুয়ারেজের দুর্দান্ত ফর্মে বার্সেলোনা নেইমারের শূন্যতা ঠেরই পাচ্ছে না। পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মেসি-সুয়ারেজ জুটির কার্যকারিতা। স্প্যানিশ লা লিগায় মৌসুমে মেসি-সুয়ারেজ মিলে করেছেন মোট ৪২টি গোল। মেসি করেছেন ২২ গোল, সুয়ারেজ ২০টি। পরিসংখ্যান বলছে, ইউরোপের শীর্ষ ৫টি লিগের ৭৪টি ক্লাবও লিগে মেসি-সুয়ারেজের সমান গোল করতে পারেনি।
ইউরোপের শীর্ষ ৫টি লিগ হলো লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি আ, জার্মান বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ান। এই ৫টি লিগে খেলছে মোট ৯৮টি ক্লাবটি। এর মধ্যে ৭৪টি ক্লাবই মেসি-সুয়ারেজের চেয়ে কম গোল করেছে। মানে তাদের দুজনের চেয়ে বেশি গোল করেছে মাত্র ২৪টি ক্লাব! যে ৭৪টি ক্লাব মেসি-সুয়ারেজের চেয়ে কম গোল করেছে, তাদের মধ্যে আছে অ্যাতলেতিকো মাদ্রিদের মতো জায়ান্ট ক্লাবও! মজার ব্যাপার হলো, লা লিগার শিরোপা দৌড়ে এই অ্যাতলেতিকো মাদ্রিদই বার্সেলোনার প্রধান প্রতিদ্বন্দ্বী। এই মুহূর্তে লা লিগার পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা অ্যাতলেতিকোর সব খেলোয়াড় মিলে গোল করেছেন মাত্র ৪১টি!
লা লিগার বর্তমান ২০ দলের মধ্যে মেসি-সুয়ারেজের চেয়ে বেশি গোল করেছে মাত্র ৫টি ক্লাব-রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, রিয়াল বেটিস, সেল্টা ভিগো ও রিয়াল সোসিয়েদাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের ২০ দলের মধ্যে মেসি-সুয়ারেজের চেয়ে বেশি গোল করেছে মাত্র ৬টি ক্লাব-ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, টটেনহাম, চেলসি ও আর্সেনাল। প্রতিপক্ষের রক্ষণদূর্গে বার্সেলোনা দুই অস্ত্র মেসি-সুয়ারেজ কতটা ভীতি ছড়াচ্ছেন, টের পাচ্ছেন!
দৈনিকদেশজনতা/ আই সি