১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০

ছয় সপ্তাহ মাঠের বাইরে নেইমার

স্পোর্টস ডেস্ক:

আর মাত্র পাঁচদিন পরই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে পিএসজি। কিন্তু সেই ম্যাচেই থাকছেন না তাদের দলের সবচেয়ে বড় তারকা নেইমার। তার বাবা জানিয়েছে, নেইমারকে কমপক্ষে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
গত রবিবার ফরাসি লিগে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জিতেও উল্লাস করতে পারেনি পিএসজির সমর্থকরা। কারণ ওই ম্যাচেই পায়ের গোঁড়ালি মচকে স্ট্রেচারে মাঠ ছাড়েন এই ব্রাজিল তারকা। আর সাথে সাথে শঙ্কাও জেগে ওঠে রিয়ালের বিরুদ্ধে নেইমারের না খেলার। অবশেষে সেই শঙ্কা সত্যি হলো। খেলা হচ্ছেনা নেইমারের।
রিয়ালের মাঠে প্রথম লেগে ৩-১ গোলে হেরেছে ফেবারিটের তকমা নিয়ে খেলতে নামা পিএসজি। কিন্তু বড় পরাজয়ে নিজেদের মাঠে লড়াইটা তাদের জন্য আরো কঠিন হয়ে উঠেছে।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৩:৫৯ অপরাহ্ণ