১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

চিকিৎসার জন্য থাইল্যান্ডে সাকিব

স্পোর্টস ডেস্ক: 
আঙ্গুলের চোট ভালোই ভোগাচ্ছে সাকিব আল হাসানকে। গেল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে আচমকা বাম হাতের কনিষ্ট আঙ্গুলে আঘাত পান সাকিব। এরপরই চলে যান মাঠের বাইরে। ফলে টেস্ট, এরপর টি-টোয়েন্টি সিরিজও খেলতে পারেননি তিনি। আশা করা হচ্ছিল শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে তিনি ফিরতে পারবেন; কিন্তু ইতিমধ্যেই জানা হয়ে গেছে, প্রথম ম্যাচটা খেলতে পারছেন না সাকিব। পরিবর্তে নিদাহাস ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
কনিষ্ট আঙ্গুলের ছিড় ধরা স্থান কেন ভালো হচ্ছে না এ নিয়ে চিন্তিত বিশ্বসেরা এই অলরাউন্ডার। যে কারণে, দেশের বাইরে চিকিৎসা নেয়ার কথা কয়েকদিন আগে থেকেই ভাবছিলেন সাকিব। শেষ পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে উড়াল দিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন এ তথ্য।
বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ব্যাংককে দু’জন অর্থোপেডিক সার্জনের সঙ্গে সাকিবের অ্যাপয়েন্টমেন্ট নেয়া আছে। গতকাল (সোমবার) রাতেই তিনি ব্যাংকক গিয়েছেন। ডাক্তারের পরামর্শ নিয়ে শ্রীলঙ্কা সফরের আগেই দেশে ফিরবেন সাকিব। এমনটাই আশা বিসিবি প্রধান নির্বাহীর। তিনি বলেন, ‘আশা করছি, দলের সঙ্গেই শ্রীলঙ্কা যেতে পারবেন সাকিব।’
জানা গেছে, শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে অংশ নেয়ার জন্য ৪ মার্চ কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার থেকে শুরু হবে নিদাহাস ট্রফির জন্য পুরো দলের অনুশীলন। চলবে তিনদিন। ২ তারিখ অনুশীলন শেষ করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৫:৫৩ অপরাহ্ণ