২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৩৯

অবশেষে ফুটবলে বোল্ট

স্পোর্টস ডেস্ক:

ম্যানচেস্টার ইউনাইটেড তার স্বপ্নের ক্লাব। ওল্ড ট্র্যাফোর্ড প্রিয় মাঠ। সেই মাঠেই অবশেষে ৮বারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্টের ফুটবল অভিষেক হতে যাচ্ছে। ১০ জুন ফুটবল চ্যারিটি ম্যাচে আন্তর্জাতিক সেলিব্রেটি দলকে ইংল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দেবেন বিশ্ব ইতিহাসের সেরা স্প্রিন্টার বোল্ট। জ্যামাইকান বিদ্যুৎ এর দল বিশ্ব একাদশ। ইউনিসেফের উদ্যোগে অনুষ্ঠেয় ম্যাচটিতে ইংল্যান্ডের নেতৃত্বে থাকবেন রবি উইলিয়ামস।

এমন মাহেন্দ্রক্ষণ যখন কিছুদিন আগে স্প্রিন্টকে বিদায় বলা চ্যাম্পিয়নের সামনে তখন তিনি ভাষা হারান। রোমাঞ্চিত বোল্ট এমন দিনের অপেক্ষাতেই ছিলেন। সেই কথা তার উচ্চারণে, ‘পেশাদার ফুটবলার হিসেবে খেলা আমার জীবনের স্বপ্ন। ফুটবলের বেশ কিছু বড় কিংবদন্তির সাথে খেলাটা হবে মনে রাখার মতো।’

ট্র্যাকে জয়ের পর বোল্ট বরাবর উদযাপন করতেন তার সিগনেচার তীর ছোড়ার ভঙ্গীতে। এবার হয়তো নতুন কিছু দেখবে ক্রীড়াবিশ্ব। কারণ, কি যেন ঘুরছে ৩১ বছর বয়সী এই নন্দিত ইতিহাসসেরা দৌড় বিশেষজ্ঞের মনে। ‘রবি ও তার ইংল্যান্ড দলকে সতর্ক থাকতে হবে। আমাকে সামলানো তাদের জন্য কঠিন হবে।’ এই কথা বলে বোল্ট জানিয়ে গেলেন, তার দল জিতলে ‘স্পেশাল উদযাপন’ হবে মাঠে। কি সেটি? গোপন রাখলেন বোল্ট।

এই ফুটবল দাতব্য ম্যাচ মাঠে এক জায়গায় নিয়ে আসবে ফুটবল এবং বিভিন্ন অঙ্গনের বিশ্ব সেলিব্রেটিদের। বিশ্বমানের সাবেক ফুটবলাররা থাকবেন। ২০০৬ সাল থেকে শুরু এমন চ্যারিটি ম্যাচ থেকে এখন পর্যন্ত শিশুদের জন্য ২৪ মিলিয়ন পাউন্ডের তহবিল গড়া হয়েছে। ডিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো, জ্যাক হুইটেহাল, উইল ফেরেলের মতো কতো কিংবদন্তি যে এমন ম্যাচে খেলেছেন, তার ইয়ত্তা নেই। এই ইংল্যান্ড বনাম বিশ্ব একাদশের ম্যাচটির টিকিটের দাম ধরা হয়েছে ১০ থেকে ৫০ পাউন্ড।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৪:৪২ অপরাহ্ণ