২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

ফর্মহীনদের ফর্মে ফেরাতে চান ওয়ালশ

স্পোর্টস ডেস্ক:

নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ। গতকালই তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দায়িত্ব নেয়ার পরদিনই কোর্টনি ওয়ালশ জানিয়ে দলেন তার লক্ষ্য। তার প্রধান লক্ষ্য হচ্ছে দলে যেসব ক্রিকেটার ফর্মহীনতায় ভুগছেন তাদের ফর্মে ফিরিয়ে আনা।

কোর্টনি ওয়ালশ বলেছেন, ‘এটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব। গত কয়েকটি সিরিজ আমরা প্রধান কোচ ছাড়া খেলেছি। আমাকে দায়িত্ব নেয়ার জন্য বলা হয়েছিল। এটা এমন কোনো বিষয় ছিল না যার জন্য দীর্ঘমেয়াদী আলোচনার প্রয়োজন ছিল। আমি এখানে। বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য আমি আমার সেরাটা দিতে চাই। আমি চেষ্টা করব দলে ধারাবাহিকতা বজায় রাখার।’

তিনি আরও বলেন, ‘দলে আমার ভূমিকা হতে যাচ্ছে পিতার মতো। আমার কাজ সবাইকে আত্মবিশ্বাসী করা। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে প্রত্যেকেই অতিরিক্ত কাজের জন্য প্রস্তুত। যারা ফর্মে নেই তাদের ফর্মে ফেরাতে হলে আমাদের এটি করতে হবে। সবার চিন্তায় থাকতে হবে যে তার দলের জন্য ভূমিকা রাখতে হবে। এসব কিছু নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।’

আগামী ৬ মার্চ কলম্বোতে শুরু হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ খেলার উদ্দেশ্যে আগামী ৪ মার্চ ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজে প্রথমে লিগ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দল দুইটি ফাইনালে মুখোমুখি হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৩:৫৯ অপরাহ্ণ