২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৪০

মরনে মর্কেকেলের অবসরে যাওয়ার ঘোষনা

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার মরনে মর্কেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের পরই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী বৃহস্পতিবার। ২০০৬’র ডিসেম্বরে টেস্টে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মরকেলের। প্রোটিয়াদের হয়ে ৮৩ টেস্টে ২৯৪ উইকেট নিয়ে দেশের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি বোলারের কৃতিত্ব রয়েছে তার। সর্বশেষ ভারতের বিপক্ষে গত ১৬ ফেব্রুয়ারি ওয়ানডে ম্যাচ খেলেন মর্কেল।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৭ ওয়ানডেতে ১৮৮টি ও ৪৪ টি-টোয়েন্টি ম্যাচে ৪৭ উইকেট শিকার করেন তিনি। তবে পরিবারের কথা ভেবেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ৩৩ বছর বয়সী এ দীর্ঘকায় বোলার। তিনি বলেন, সিদ্ধান্তটি নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু আমার মন হয়েছে জীবনের নতুন অধ্যায় সূচনার সঠিক সময় এটিই। এখন আমি আমার পরিবারকে সময় দিতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটের এখনকার ব্যস্ত সূচি আমাদের অনেকটাই চাপে রেখেছে। তাই আমি সবকিছু চিন্তা করে পরিবারকেই আগে প্রাধান্য দিয়েছি। প্রোটিয়া জার্সিতে খেলাটা প্রতিটি মিনিটই উপভোগ করেছি আমি। বছরের পর বছর ধরে আমাকে সমর্থনের জন্য সতীর্থ, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, আমার পরিবার ও বন্ধুদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেট ছাড়ছেন না বলে জানান মর্কেল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ২:৩১ অপরাহ্ণ