১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৫

মির্জা ফখরুল দেখা করলেন ড. কামাল হোসেনের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে আইনি সহায়তার জন্য দেশের খ্যাতিমান আইনজীবী ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে মতিঝিলের টয়োটা টাওয়ারে ড. কামাল হোসেনের চেম্বারে যান তিনি। সেখানে প্রায় ১ ঘন্টা অবস্থান করে বেলা সোয়া ১২টায় বের হয়ে আসেন মির্জা ফখরুল। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন। ওই সূত্র জানায়, খালেদা জিয়ার মামলায় লড়ার জন্য দেশের খ্যাতিমান কয়েকজন আইনজীবীকে অনুরোধ জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই সেটা দেখভাল করছেন।

অন্য আইনজীবীদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার রফিকুল হক, ড. শাহদীন মালিক এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ  হাসান আরিফ। এর মধ্যে ব্যারিস্টার রফিকুল হক ও এ এফ হাসান আরিফ হাইকোর্টে খালেদা জিয়ার মামলার জামিন শুনানির সময় উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ২:২৫ অপরাহ্ণ