১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৭

জেরুজালেমে খ্রিস্টানদের চার্চ বন্ধ রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:

ইসরাইলের বৈষম্যমূলক নীতির প্রতিবাদে একটি বড় গির্জা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেরুজালেমের খ্রিস্টান ধর্মের নেতারা। ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে তাদের এই প্রতিবাদে সংহতি প্রকাশ করেছে জর্ডান ও ফিলিস্তিনের সরকার।

রোমান ক্যাথলিক, আর্মেনীয় ও গ্রিক অর্থোডক্স খ্রিস্টান নেতারা পবিত্র সেপালকা গির্জা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।-খবর আলজাজিরা। তাদের অভিযোগ, খ্রিস্টানদের বিরুদ্ধে এখানে পরিকল্পিত অন্যায় আচরণ করা হচ্ছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে খ্রিস্টানদের পবিত্র জায়গাগুলোর মধ্যে একটি সেপালকা গির্জার অবস্থান। তাদের অনেকে বিশ্বাস করেন, এখানেই যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে সমাহিত করা হয়েছিল।

এ পবিত্র গির্জায় প্রতি বছর লাখ লাখ তীর্থযাত্রীর আগমন ঘটে। জর্ডান সরকারের মুখপাত্র মুহাম্মদ আল মোমানি বলেন, জেরুজালেমের পবিত্র গির্জার সঙ্গে আমরা পূর্ণ সংহতি প্রকাশ করছি। ২০১৩ সালে জর্ডান ও ফিলিস্তিনের মধ্যে সই হওয়া চুক্তি অনুসারে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জেরুজালেমের খ্রিস্টান ও মুসলিম পবিত্র স্থানগুলোর জিম্মাদার। মোমানি বলেন, ইসরাইল আন্তর্জাতিক ও মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। তিনি গির্জার বিরুদ্ধে ইসরাইল সরকারের নেয়া সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

গির্জার নেতারা বলেন, কয়েকটি বিষয় মাথায় নিয়ে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ইসরাইলের পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়েছে। তাতে ইসরাইলি রাষ্ট্র গির্জার সম্পত্তি প্রাইভেট কোম্পানির কাছে ইজারা দিতে পারবে। এ ছাড়া ইসরাইল সরকার গির্জার সম্পত্তির ওপর কর বসানোর পরিকল্পনা করেছে।

ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইউসিফ আল মাহমুদ বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরাইল সরকার ফিলিস্তিন ও জেরুজালেমের লোকদের ওপর নতুন আগ্রাসন শুরু করতে যাচ্ছে। ইসরাইলের এই অবৈধ চর্চার বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১২:৪৮ অপরাহ্ণ