২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫১

লংকান অ্যালাইয়েন্স ফাইন্যান্সের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক:

দেশে যাত্রা শুরু করল নতুন ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান লংকান অ্যালাইয়েন্স ফাইন্যান্স লিমিটেড। শ্রীলঙ্কার অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ‘পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স’-এর পৃষ্ঠপোষকতায় বহুজাতিক এ আর্থিক প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে।

সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে লংকান অ্যালাইয়েন্স ফাইন্যান্সের উদ্যোক্তারা। প্রতিষ্ঠানটি প্রধান কার্যালয় গুলশানের লায়লা টাওয়ারে। এ নিয়ে দেশে ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫টিতে।

দেশের স্বনামধন্য কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধি লংকান অ্যালাইয়েন্স ফাইন্যান্সে অংশীদার হিসেবে রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হলো- সামিট গ্রুপ, র্যাংগস গ্রুপ, অ্যালাইয়েন্স হোল্ডিংস লিমিটেড, গ্রীন ডেলটা ইনস্যুরেন্স লিমিটেড, রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড এবং মাসকো গ্রুপ।

অনুষ্ঠানে জওহর রিজভি বলেন, লংকান অ্যালাইয়েন্স ফাইন্যান্স হচ্ছে আর্থিক খাতে প্রমাণিত দক্ষতা ও সংশ্লিষ্ট খাতে অদ্বিতীয় অভিজ্ঞতার এক অনন্য সমন্বয়। অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ও শ্রীলঙ্কা থেকে গৃহীত গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের মাধ্যমে দেশের জাতীয় সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাই লংকান অ্যালাইয়েন্স ফাইন্যান্স লক্ষ্য। বাংলাদেশের কর্পোরেট, রিটেইল এবং এসএমই খাতে প্রযুক্তিগত দিক থেকে অভিনব আর্থিক সেবা প্রদানে লংকান অ্যালাইয়েন্স ফাইন্যান্স নিবেদিত থাকবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১২:৪১ অপরাহ্ণ