নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের। সড়কের কুমিল্লা দাউদকান্দি পয়েন্টে সৃষ্টি হয়েছে এ যানজট। এর ফলে ভোর চারটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে আটটার পর থেকে ধীর গতিতে থেমে থেমে যানবাহন চলছে।
দাউদকান্দির ইলিয়টগঞ্জ সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত এই যানজট বিস্তৃত হয়। কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসের চালক জানান, তিনি ভোর পাঁচটায় দাউদকান্দির গৌরীপুরে এসে যানজটে আটকা পড়েন। সাড়ে চার ঘণ্টা পর সকাল সাড়ে আটটা থেকে থেমে থেমে যান চলাচল শুরু হয়। তীব্র এ যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। তারা বাধ্য হয়ে হেঁটে পরিক্ষা দিতে যাচ্ছেন দূর দূরান্ত থেকে।
দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের একজন সহকারী উপপরিদর্শক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে দুই লেনের সংস্কার কাজ চলছে। এতে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে এই যানজটের সৃষ্টি। ধীরে ধীরে এর দৈর্ঘ্য ৪০ কিলোমিটারে পৌঁছে। যানজট কাটানোর চেষ্টা চলছে।
দৈনিক দেশজনতা /এমএইচ