নিজস্ব প্রতিবেদক:
বরিশালের ভোলা দ্বীপে অবস্থিত ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নের চিন্তা করা হচ্ছে। এ জন্য ৬ কোটি ডলার ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাক্চার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। এআইআইবি-এর পরিচালনা পর্ষদ একটি প্রকল্পের আওতায় এ ঋণ দেবে।
এআইআইবি-এর ওয়েবসাইটের একটি তথ্য বিবরণীতে বলা হয়, বরিশাল বিভাগের ভোলা দ্বীপে অবস্থিত ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বাংলাদেশ ভোলা আইপিপি বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। উন্নয়নের কাজ শেষ হলে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বছরে প্রতি ঘণ্টায় প্রায় ১ হাজার ৩০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
এআইআইবি-এর কাছ থেকে বিনিয়োগ লাভ করেছে এমন ৩টি এনার্জি প্রকল্পের মধ্যে একটি হলো বাংলাদেশ ভোলা আইপিপি। ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার বাংলাদেশ সরকারের যে লক্ষ্য তার সঙ্গে এই তিনটি প্রকল্প ওতপ্রোতভাবে যুক্ত। এ পদ্ধতিতে চলার মাধ্যমে দেশের বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা, শহরে ও গ্রামে বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা, গ্যাস উৎপাদন ক্ষমতা, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ক্ষমতা এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে।
এআইআইবি-এর ডিরেক্টর জেনারেল দং ইক লি বলেছেন, বাংলাদেশ ভোলা আইপিপি বিদ্যুৎ কেন্দ্রটিকে সবচেয়ে কার্যক্ষম বিদ্যুৎ কেন্দ্রে রূপান্তর করাই আমাদের বিনিয়োগ করার উদ্দেশ। এর মাধ্যমে যেন বাংলাদেশের মানুষ কম খরচে পর্যাপ্ত বিদ্যুৎ সেবা লাভ করতে পারে।
তিনি আরও বলেন, এ বিনিয়োগ বেসরকারি ও দীর্ঘমেয়াদী অর্থায়ন লাভ করতেও সাহায্য করবে, যা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রোজেক্টগুলো বাস্তয়াবায়নে সাহায্য করবে।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও ইনফ্রাস্ট্রাক্চার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড-এর সঙ্গে মিলিত হয়ে এআইআইবি এই প্রথম বাংলাদেশ ভোলা আইপিপি প্রোজেক্টে বিনিয়োগ করছে। নতুন বিদ্যুৎ (বাংলাদেশ) লিমিটেড-এর সহায়তায় এই প্রোজেক্টটিতে কাজ করছে
শাপুর্জি পালঞ্জি ইনফ্রাস্ট্রাক্চার ক্যাপিটাল কোম্পানি প্রাইভেট লিমিটেড। নতুন বিদ্যুৎ (বাংলাদেশ) লিমিটেড বাংলাদেশের একটি বিশেষায়িত সংস্থা, যা শুধুমাত্র এই প্রোজেক্টটি বাস্তবায়নের উদ্দেশে তৈরি করা হয়।
উল্লেখ, এশিয়ার সব দেশের অবকাঠামোগত চাহিদা পূরণের উদ্দেশে ২০১৬ সালের জানুয়ারিতে চীনের রাজধানী বেইজিংয়ে মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক এআইআইবি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিশ্বের ৮৪টি দেশ ব্যাংকটির সদস্য। উচ্চ মানসম্পন্ন, আর্থিকভাবে টেকসই এবং পরিবেশ বান্ধব অবকাঠামোগত প্রোজেক্টে বিনিয়োগ করার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সাহায্য
করতে পারাই এর মূল লক্ষ্য।
দৈনিক দেশজনতা/এন এইচ