১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৫

ক্লোরিন গ্যাস হামলায় প্রাণ হারাচ্ছে শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক:

দামেস্কের উপকণ্ঠে বিমান হামলায় সরকারি বাহিনী বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটার স্বাস্থ্য কর্মকর্তারা।

হোয়াইট হেলমেট হিসেবে পরিচিত সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলছে, দমবন্ধ হয়ে কমপক্ষে এক শিশু মারা গেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেশ কয়েকজনকে পাশ্ববর্তী আল-শিফোনিয়ায় চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের শ্বাসনালীতে যন্ত্রণা, প্রদাহ, চোখ জালা-পোড়া ও মাথা ঘোরার লক্ষণ পাওয়া গেছে।

বিরোধী শিবিরের অন্তর্বর্তীকালীন সরকারের এ মন্ত্রণালয় বলছে, কমপক্ষে ১৮ জনকে অক্সিজেন নেব্যুলাইজার সেবা দেয়া হয়েছে।

হোয়াইট হেলমেট বলছে, বেশ কয়েকজন নারী ও শিশু শ্বাস-প্রশ্বাসের কষ্টে ভুগছেন।

বিদ্রোহীদের হাত থেকে পূর্ব ঘৌটার নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনী একাধিক ফ্রন্ট থেকে হামলা চালিয়ে আসছে। গত এক সপ্তাহে পূর্ব ঘৌটায় সরকারি বাহিনীর হামলায় নারী শিশুসহ পাঁচ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

পূর্ব ঘৌটায় এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাবে রোববার ঐক্যমত পোষণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। তবে নিরাপত্তা পরিষদের ঐক্যমত উপেক্ষা করে ঘৌটায় আসাদ সমর্থিত বাহিনী হামলা অব্যাহত রেখেছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে।

সূত্র : আল-জাজিরা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ৯:২১ অপরাহ্ণ