২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৪৫

অবৈধ ক্ষমতা ধরে রাখতে মাঠ সাজাচ্ছে সরকার : রুহুল কবির রিজভী

মারুফ শরীফ, দেশজনতা প্রতিনিধি :

বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে নিজেদের মতো করে নির্বাচনের মাঠ সাজাচ্ছে। সরকার ২২ জেলা প্রশাসক (ডিসি) ও ২৮ পুলিশ সুপারদের (এসপি) বদলির আদেশের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমি তাদের স্পষ্ট করে বলতে চাই- নিজেদের পছন্দমতো নির্বাচনের মাঠ সাজালে কোনো কাজ হবে না। বাংলাদেশে বিএনপি ও বেগম খালেদা জিয়া ছাড়া কোনো ভোট হবে না।
রোববার ২২ জেলায় ডিসি ও ২৮ জেলায় এসপিকে বদলির প্রজ্ঞাপণ জারি করে সরকার।
কয়েকদিন আগে বর্তমান সরকারের সহযোগী হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন ‘দেশে আগাম নির্বাচন হবে’ উল্লেখ করে রিজভী বলেন, তারই আলামত হিসেবে হয়তো ডিসি-এসপিদের বদলি করা হচ্ছে।
তিনি বলেন, ‘আবারও খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রেখে ভোটের পরিকল্পনা করছে সরকার। তাই নিজেদের পছন্দমতো নির্বাচনের মাঠ তৈরি করছে তারা। দেশের মানুষ খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া কোনো নির্বাচন প্রতিহত করবে। দেশের জনগণ সরকারের এসব অশুভ নীলনকশা কখনো বাস্তবায়ন হতে দেবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হচ্ছেন। সে জন্য তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগরে পাঠানো হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর দলের নেতারা সরকারি খরচে দেশ-বিদেশে ঘুরে নৌকা মার্কায় ভোট চাইছে। অন্যদিকে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের কথা বলার সুযোগই দিচ্ছে না। মানুষের অধিকার পুলিশের বিধি-নিষেধের ওপর নির্ভর করে না। এগুলো মানুষের জন্মগত সাংবিধানিক অধিকার। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে সভা-সমাবেশের জন্য পুলিশের অনুমতির দরকার পড়ে না। এটা দরকার পড়ে শুধু সামরিক শাসনের দেশে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ নেতাদের মুখে গণতন্ত্রের কথা থাকলেও অন্তরে রয়েছে বাকশালের নীতি-আদর্শ। গণতন্ত্রে এমন কোনো ভাষা নেই, যেটা রয়েছে শেখ হাসিনার ইচ্ছা-গণতন্ত্রে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ, তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ৮:৩৯ অপরাহ্ণ