১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

লিগ কাপ জিতল ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক:

আর্সেনালকে হারিয়ে পঞ্চমবারের মতো ইংলিশ লিগ কাপ জিতল ম্যানচেস্টার সিটি। রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে আর্সেন ভেঙ্গারের দলকে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করে তারা।

ম্যাচের ১৮তম মিনিটে চলতি মৌসুমে নিজের ৩০তম গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সের্গিও আগুয়েরো। এরপর ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ামের ডিফেন্ডার ভিসেন্ট কোম্পানি। আর ম্যাচের ৬৫তম মিনিটে শেষ গোলটি করেন সিটির স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা।

গত ৫ বছর এ নিয়ে তৃতীয়বারের মতো লিগ কাপের শিরোপা জিতল পেপ গুয়ার্দিওয়ার শিষ্যরা। তবে সিটির কোচ হিসেবে এটি গুয়ার্দিওয়ার প্রথম শিরোপা। অন্যদিকে ১৯৯২-৯৩ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়ন হওয়া আর্সেনাল এ নিয়ে ষষ্ঠবার রানার্স আপ হলো।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১০:০৮ পূর্বাহ্ণ