১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:৩৬

আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক ১ মার্চ

নিজস্ব প্রতিবেদক:

দেশের দুটি উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে এ বৈঠক হবে বৃহস্পতিবার (১ মার্চ)। ওইদিন বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠকটি হবে। এতে গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপ-নির্বাচন নিয়ে আলোচনা হবে।

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত থাকার জন্য রোববার ইসির যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠি মহাপুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, বর্ডার গার্ড বাংলাদেশ/আনসার ও বিভিপি/র‌্যাব/ডিজিএফআই/এনএসআইয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ৭:৫২ অপরাহ্ণ