নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পৃথক অভিযানে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফকার করে করা হয়। রোববার দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ৩৭ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা এবং ৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় ১২ জনকে।
অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা সাতজন, শাহমখদুম থানা ১০ জনকে গ্রেফতার করে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই ৪০ জনকে গ্রেফতার করে পুলিশ।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

