১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩০

রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৪০

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পৃথক অভিযানে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফকার করে করা হয়। রোববার দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ৩৭ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা এবং ৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় ১২ জনকে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই ৪০ জনকে গ্রেফতার করে পুলিশ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ৬:৫৪ অপরাহ্ণ