১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৪

ভাইরাস জ্বরে আক্রান্ত নেইমার

স্পোর্টস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে রিয়াল মাদ্রিদের কাছে হেরে এখন মানসিকভাবে বিপর্যস্ত প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) শিবির। সেই ধাক্কা কাটিয়ে না ওঠতেই এবার ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন নেইমার। যে কারণে লিগ ওয়ানে আগামীকাল মার্সেই এর বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান সুপার স্টারের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও ওই ম্যাচে নেইমারের খেলার ব্যাপারে আশাবাদী পিএসজি কোচ উনেই এমেরি।
রবিবার বাংলাদেশ সময় রাত ২টায় নিজেদের মাঠে মার্সেইয়ের মুখোমুখি হবে পিএসজি। অক্টোবরে দলটির বিপক্ষে প্রথম লেগে ২-২ গোলের ড্রয়ের ম্যাচ একটি গোল করা নেইমার লাল কার্ড পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন। ঘরের মাঠে সেই মার্সেই এর বিপক্ষে এবার প্রতিশোধ মিশন। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই নেইমার জ্বরে আক্রান্ত হলেন।
শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি নেইমার। অনুশীলন শেষে শুক্রবার সাংবাদিকদের এমেরি বলেন, ‘দুইজন খেলোয়াড় অনুপস্থিত ছিল, ভেরাত্তি ও নেইমার। এর মধ্যে নেইমার অসুস্থ। তবে আশা করছি, শনিবার সে অনুশীলনে ফিরবে এবং রবিবার খেলতে পারবে। তার কোনো চোট নেই। গ্যাস্ট্রোএন্টারাইটিস ও হালকা জ্বর।’
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১১:২৬ পূর্বাহ্ণ