১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮

নওয়াজকে নিয়ে তামাশা করছে সরকার: মারিয়ম

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নিয়ে তামাশা করছে সরকার। শনিবার সারগোধায় পাকিস্তান মুসলিম লীগের এক সম্মেলনে তার মেয়ে মারিয়ম নওয়াজ এ কথা বলেন। তিনি বলেন, সরকার তার বাবার সঙ্গে নয় বরং দেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার খেলায় মেতেছে। খবর ডনের

গত বছর পানামা পেপারস কেলেঙ্কারির অভিযোগে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হন নওয়াজ শরিফ। পরে তিনি পদত্যাগে বাধ্য হন। গত বুধবার আদালতে রায়ে দলীয় প্রধানের পদ থেকেও সরে যেতে হয় তাকে। এ প্রসঙ্গে মরিয়ম বলেন, আদালত এখন পর্যন্ত আমার বাবার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি। তিনি আদালতকে উদ্দেশ করে জনসমক্ষে বলেন, আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ চাই, সম্পত্তির হিসাব নয়। নওয়াজকন্যা উল্টো আদালত ও দলের বিরুদ্ধে অভিযোগ করেন। তার মতে, পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে পানামা পেপারস কেলেঙ্কারিতে নয়। বরং তাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে, তার কন্যাকে উপহার দেয়ার কারণে এবং ছেলের কাছ থেকে বেতন আদায় না করার জন্য। আদালতকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আদালত তার বাবাকে নয়, সমগ্র পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এ সময় নওয়াজ শরিফকে মরিয়ম জনগণের একমাত্র নেতা হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, চক্রান্তকারীরা জেনে রাখুন আমার বাবাকে কখনও জনগণের হৃদয় থেকে মুছে ফেলতে পারবেন না। তাদের ভালোবাসা থেকে আলাদা করতে পারবেন না। তিনি আজ নওয়াজ শরিফ হয়েছেন তার দল কিংবা প্রধানমন্ত্রিত্বের জন্য নয়। তার এই অর্জন সৃষ্টিকর্তার আশীর্বাদে এবং জনগণের ভালোবাসায়।

আদালতের রায়ে নিজ দলের প্রধানের পদেও অযোগ্য হওয়ার পরদিনই পাঞ্জাবে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেন নওয়াজ। সেই বৈঠকে নওয়াজের স্ত্রী কুলসুমকে দলের প্রধানের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়। দলীয় সূত্রকে উদ্ধৃত করে ডন জানায়, বৈঠকে নওয়াজ শরিফ মাত্র ১০ মিনিট কথা বলেছেন। বাকি সময় দলের নেতাদের কথা শুনেছেন তিনি। তবে দলীয় প্রধানের পদের জন্য কেউই নওয়াজের ছোটভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের নাম উল্লেখ করেননি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১১:২৪ পূর্বাহ্ণ