১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

ওয়েস্টহামকে গুঁড়িয়ে দ্বিতীয়স্থানে লিভারপুল

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে দারূণ ফর্মে আছে লিভারপুল। আর সেই ধারাবাহিকতায় এবার ওয়েস্টহাম ইউনাইটেডকে ৪-১ ব্যবধানে হারিয়ে লিগের দ্বিতীয়স্থানে উঠে এলো ইয়র্গেন ক্লপের শিষ্যরা। ঘরের মাঠ অ্যানফিল্ডে এদিন শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে লিভারপুল। ম্যাচের ২৯ মিনিটে ক্যানের হেডে লিড নেয় তারা। এটি আবার চলতি মৌসুমে অল রেডসদের ১০০তম গোল। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পান এ মৌসুমেই লিভারপুলে এসে চমক দেখানো মিশরের সালাহ। ৩১তম গোলের দেখা পান তিনি। ৫৭ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ফিরমিনো দলের হয়ে তৃতীয় গোলটি করেন। দুই মিনিট পরে অবশ্য প্রতিপক্ষে অ্যান্তোনিও একটি গোল শোধ করেন। তবে ৭৭ মিনিটে লিভারপুলের জয় নিশ্চিত করা গোলটি করেন সেনেগালের স্ট্রাইকার মানে।

লিগে ২৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। আর ২৮ ম্যাচে ১৬ জয় ও নয় ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১১:১৩ পূর্বাহ্ণ