১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

বেল-বেনজেমা-রোনালদো ত্রয়ীতে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক:

শনিবার রাতে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান নিশ্চয় শান্তির ঘুম ঘুমিয়েছেন। কারণ ফর্মে ফিরেছেন দলের আক্রমণভাগের প্রাণভোমরা গ্যারেথ বেল, করিম বেনজেমা ও ক্রিস্তিয়ানো রোনালদো। রোনালদো করেছেন জোড়া গোল, বেল ও বেনজেমা একটি করে। ২০১৬ সালের এপ্রিলের পর এই তিনজন প্রথম একই ম্যাচে গোল করেছেন। আর তাতে লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলাভেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

পুরো ম্যাচে ৬৪ শতাংশ বলের দখল রেখেছিল রিয়াল মাদ্রিদ, গোলমুখে নিয়েছিল ২৫টি শট। বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাসের বেশ কয়েকবার পরীক্ষা নিয়েছে দলটি। তবে গোলের জন্য প্রথমার্ধের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের। কয়েকবার সুযোগ কাজে লাগাতে না পারা ফরাসি স্ট্রাইকার বেনজেমা ৪৪ মিনিটে দারুণ একটি ব্যাকহিলে বল পাঠান রোনালদোর কাছে। সেখান থেকে সব প্রতিযোগিতা মিলে রিয়ালের হয়ে নিজের টানা চতুর্থ ম্যাচে গোল করতে ভুল করেননি এই পর্তুগিজ সুপারস্টার।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার এক মিনিটের মাথায় বেলের গোলে আবার এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এই গোলটির অ্যাসিস্টও করেছেন বেনজেমা। পরবর্তী গোলের জন্য ৬১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় দলটিকে। স্প্যানিশ উইঙ্গার লুকাস ভাসকেজ ও রোনালদো জুটির এই গোলে ছিল দারুণ টাইমিং ও ফিনিশিং। ভাসকেজের পাস ঠিক সময়ে নিয়ন্ত্রনে নিয়ে বল জালে জড়ান রোনালদো।

ম্যাচের একেবারে শেষ দিকে ডি-বক্সে বেলকে ফাউল করেন আলাভেসের লুগার্দিয়া। পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। তবে রোনালদো পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার সুযোগ না নিয়ে স্পটকিক নিতে দেন বেনজেমাকে। সেখান থেকে গোল করেন এই স্ট্রাইকার। এই জয়ে ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের ২৪ ম্যাচে সংগ্রহ ৫১ পয়েন্ট।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১০:৫১ পূর্বাহ্ণ