স্পোর্টস ডেস্ক:
বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড় দ্বন্দ্বটি হচ্ছে টি-টুয়েন্টি ফরম্যাটের সাথে টেস্টের জনপ্রিয়তার তুলনা। ক্রিকেটের সবচেয়ে পুরোনো ও বিশুদ্ধ ফরম্যাট টেস্ট। এখান থেকেই এসেছে ওয়ানডে, টি-টুয়েন্টি, টি-টেন, সিক্স-এ সাইড সহ বিভিন্ন ফরম্যাটের ক্রিকেট। তবে এখন পর্যন্ত টি-টুয়েন্টির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এমনকি কিছু ক্ষেত্রে টেস্ট আর ওয়ানডের চেয়েও। তাই অনেক ক্রিকেটার ও কোচের মাঝে দ্বিমত রয়েছে এত বেশি পরিমাণে টি-টুয়েন্টি ক্রিকেট খেলা নিয়ে। তবে ভারতীয় ব্যাটিং গ্রেট সৌরভ গাঙ্গুলী এবার ব্যাট করেছেন এই সংক্ষিপ্ত ফরম্যাটের হয়ে। তার মতে, টি-টুয়েন্টি ছাড়া অস্তিত্বই থাকবে না ক্রিকেটের।
ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টি কখনোই খেলা হয়নি বাঁহাতি ব্যাটসম্যান সৌরভের। তবে কলকাতা নাইট রাইডার্স ও পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএল মাতানোর অভিজ্ঞতা আছে তার। মূলত ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে টি-টুয়েন্টি নিয়ে উন্মদনার একটা বড় কারণ বৈশ্বিক টি-টুয়েন্টি লিগগুলো। যার শুরু হয়েছে আইপিএলের হাত ধরে। তাই বলা যায়, বিশ্বে টি-টুয়েন্টির উত্থান নিজ চোখে ভালভাবেই দেখেছেন ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ সৌরভ।
অনেক খেলোয়াড় ও কোচের মতেই টি-টুয়েন্টি ক্রিকেট ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যে ক্রিকেটারদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তাই অনেকেই এই সংস্করণের বিপক্ষে। তবে সৌরভের অবস্থান সম্পূর্ণ এর বিপরীতে। ভারতের সাবেক এই অধিনায়কের মতে টি-টুয়েন্টি এখন ক্রিকেটেরই প্রাণ, ‘টি-টুয়েন্টি ক্রিকেটের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। টি-টুয়েন্টি ছাড়া ক্রিকেট বাঁচবে না।’ সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক দেশজনতা /এমএইচ