১৯শে জানুয়ারি, ২০২৬ ইং | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:৪৬

কেরানীগঞ্জে ট্রাক-টেম্পু সংঘর্ষে তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক:

কেরানীগঞ্জে ট্রাকের সঙ্গে টেম্পুর সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আফজাল খান ও চান মিয়া নামে দুইজনের নাম জানা গেছে। বাকি একজনের নাম জানা যায়নি। নিহতদের মধ্যে চাঁন মিয়া অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে ইকুরিয়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় টেম্পুচালক চাঁন মিয়া। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ৩:০২ অপরাহ্ণ