নিজস্ব প্রতিবেদক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাস এবং ন্যাটোর হেডকোয়ার্টার্সের কাছে বিস্ফোরণে একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। শনিবার শাশ দারাক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম প্রেস টিভি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, হামলার স্থল থেকে মার্কিন দূতাবাস ও ন্যাটোর হেডকোয়ার্স বেশি দূরে নয়।
কর্মকর্তারা বলছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। যদিও দেশটির তালেবান যোদ্ধা ও জঙ্গি সংগঠন আইএস এ ধরনের হামলা চালিয়ে থাকে। উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট দেশটির তৎকালীন তালেবান সরকারের সময় আগ্রাসন চালানোর পর থেকে অস্থিতিশীলতা বিরাজ করছে। ওই হস্তক্ষেপের পর থেকে তালেবানরা বিদেশি ও আফগান সেনা এবং সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে আসছে।
গেল জানুয়ারিতে বিবিসি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তাতে দেখা যায়, দেশটির ৭০ শতাংশ স্থানে তালেবানরা সক্রিয়।
দৈনিক দেশজনতা /এমএইচ