২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২১

উদ্ধার হওয়া ৩৫ কচ্ছপ ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার শাখারীবাজার এলাকা থেকে উদ্ধার ৩৫টি সুন্দি প্রজাতির কচ্ছপ গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানে শনিবার সকালে অবমুক্ত করা হয়েছে। কচ্ছপগুলো শুক্রবার ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা উদ্ধার করেন। এছাড়া অভিযানে এক মণ কচ্ছপের মাংসও উদ্ধার করা হয়। ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, নরসিংদী থেকে এসব কচ্ছপ ধরে ঢাকার শাখারীবাজারে নিয়ে কেটে মাংস বিক্রি করছিল একটি চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে বিরল প্রজাতির ৩৫টি কচ্ছপ ও প্রায় একমণ ওজনের কচ্ছপের মাংস উদ্ধার করা হয়। কচ্ছপগুলো অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হলেও উদ্ধার মাংসগুলো একই পার্কের অন্য প্রাণীদের খাবার হিসেবে দেওয়া হয়।

শনিবার পার্কের কচ্ছপ প্রজনন কেন্দ্রে কচ্ছপগুলো অবমুক্তকালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোজাহেদ হোসেন বলেন, বন ও পরিবেশ রক্ষার জন্য বন্যপ্রাণী রক্ষা করতে হবে। বন্যপ্রাণী রক্ষায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগসহ সকলকে কাজ করতে হবে।

এ সময় ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের ঢাকা বিভাগীয় প্রধান এ.এস.এম জহির উদ্দিন আকন, পার্ক ও ভাওয়াল বনরেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম, পার্ক বনবিট কর্মকর্তা আবু হাসেম চৌধুরী, বিকেবাড়ী বনবিট কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, বাউপাড়া বনবিট অফিসার খন্দকার আরিফুল ইসলাম, রাজেন্দ্রপুর পশ্চিম বনবিট কর্মকর্তা মো.নজরুল ইসলামসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১:৩৮ অপরাহ্ণ