নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে সবুজ মাহমুদ (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সকালে ওই উপজেলার নোয়াখালী পৌরসভার জেলাখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০পিস ইয়াবা জব্দ করা হয়। আটক সবুজ মাহমুদ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাদুল্লাপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে ।
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ওসি) ডিবি আবুল খায়ের করে জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ মাহমুদ নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ