১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪১

কুয়েতে ফিলিপাইনের গৃহকর্মী খুন: আটক ১

আন্তর্জাতিক ডেস্ক:

কুয়েতে কাজের সন্ধানে গিয়েছিলেন ফিলিপাইনের এক নারী জোয়ানা ডিমাফেলিস। ২৯ বছর বয়সী সেই নারী গত বছর থেকে নিখোঁজ ছিলেন। এরপর সম্প্রতি তার লাশ পাওয়া যায় তার নিয়োগকর্তা অপর বিদেশির পরিত্যক্ত বাসার ফ্রিজে। বেশ কয়েকদিন পর সন্দেহভাজন সেই হত্যাকারীকে আটক করা হয়েছে লেবানন থেকে। এ ঘটনায় ফিলিপাইনে যেন ঝড় বয়ে যায়। সে নারীর লাশ উদ্ধারের পর ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে নিজে এ ঘটনার প্রতিবাদ জানান।

এ সময় আরো কয়েকজন গৃহকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটে। এতে কুয়েত থেকে গৃহকর্মীদের দেশে ফিরে আসার আহ্বান জানান তিনি। তাদের দেশে ফেরত আসার জন্য বিশেষ বিমান এবং বিকল্প কর্মসংস্থানেরও ঘোষণা দেয়া হয়। সন্দেহভাজন খুনি হিসেবে নাদের ইসাম আসাফকে লেবাননে আটক করা হয়েছে। তিনি লেবাননের নাগরিক এবং তার স্ত্রী মনা হাসোউন একজন সিরিয়ান নাগরিক। তাদের অ্যাপার্টমেন্টে কাজ করতেন জোয়ানা। পরিত্যক্ত এপার্টমেন্টের ফ্রিজে ফিলিপাইনের সেই কর্মীর লাশ পাওয়ার পর দুটি দেশের মধ্যে এ নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

এবার তার সন্দেহভাজন হত্যাকারী গ্রেপ্তারের পর সে জটিলতা কাটার আশা করছেন অনেকেই। প্রেসিডেন্ট দুতার্তের আহবানে ইতোমধ্যেই কুয়েত ২২’শর বেশি ফিলিপিনো ফিরছেন দেশে যাদের অধিকাংশই গৃহপরিচারিকা। তাদের জন্যে ফিলিপাইন এয়ারলাইন্স ও চেবু প্যাসিফিককে ফ্রি চার্টার ফ্লাইটের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। জানুয়ারি মাসে ফিলিপাইন কুয়েতে গৃহকর্মী আর না পাঠাবার ঘোষণা দেয়। প্রেসিডেন্ট দুতার্তে গত শুক্রবার বলেন, এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। কুয়েতের উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ আল জারাল্লাহ ফিলিপাইনের সিদ্ধান্তকে আশ্চর্যজনক ও দুঃখজনক বলে অভিহিত করেছেন। কুয়েতে আড়াই লাখেরও বেশি ফিলিপিনো গৃহকর্মী হিসেবে কাজ করছে। এদের অধিকাংশই গৃহস্থালী কাজে নিয়োজিত।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১১:৪৯ পূর্বাহ্ণ