১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন গুনারত্নে

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ সফরটা দারুণ কেটেছে শ্রীলঙ্কা দলের। ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন, বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জয়। এক মাসের সিরিজে প্রাপ্তির খাতা পরিপূর্ণ করে ফেলেছে লঙ্কানরা।

তবে এত প্রাপ্তির জন্য মূল্যও দিতে হয়েছে দলের নির্ভরশীল তারকাদের। অধিনায়কের দায়িত্ব নিয়ে বাংলাদেশ সফরে এসেই ইনজুরির শিকার হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। পুরো মাসই হ্যামস্ট্রিং ইনজুরি সঙ্গে করে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ব্যাটসম্যান কুশল পেরেরা জানুয়ারি থেকেই লড়ছেন ইনজুরির সঙ্গে। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে পেসার সিহান মধুশঙ্কাও হঠাৎ হ্যামস্ট্রিংয়ের কবলে পড়েন। ঘরের মাঠে ত্রিদেশীয় নিদাহাস ট্রফিতে অনিশ্চিত হয়ে পড়েছেন এই উঠতি তারকা।

এবার ইনজুরির তালিকায় যোগ হলো আসেলা গুনারত্নের নাম। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাংলাদেশ সফরে ফিল্ডিং অনুশীলন করার সময় ডান হাতে চোট পেয়েছিলেন গুনারত্নে। এই চোটের কারণেই নিজেদের মাটিতে আসন্ন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে মাঠে নামা হবে না ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের। বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা দারুণ পারফর্ম করলেও ব্যাট হাতে ব্যর্থই বলা যায় গুনারত্নেকে। ওয়ানডেতে চার ইনিংস মিলিয়ে তাঁর রান মাত্র ৩৫।

বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আগামী ৬ মার্চ শ্রীলঙ্কায় শুরু হবে। উদ্বোধনী দিনে স্বাগতিক শ্রীলঙ্কা মুখোমুখি হবে আইসিসি র‍্যাংকিংয়ের ৩ নম্বরে থাকা ভারতের।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ৯:৫৬ পূর্বাহ্ণ