বিনোদন ডেস্ক:
আজ অপু বিশ্বাস নাচবেন নড়াইলের বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে। দরিদ্রদের সহায়তায় বিকেল ৩টা ৩০ মিনিটে বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে হবে ‘কনসার্ট ফর হেল্পলেস’, আয়োজনে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দাতব্য প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
সেখানেই নাচবেন অপু। অনুষ্ঠানে গাইবেন মমতাজ, মাকসুদ ও ইমরান। থাকবেন প্রধান অতিথি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা। কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে ১০০০, ৫০০, ৩০০ ও ২০০ টাকা।
অপু বিশ্বাস বলেন, ‘এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে ভালোই লাগে। আমার নাচ থেকে যদি কিছু টাকা আসে এবং সেটা মানুষের কাজে লাগে, ক্ষতি কী। কাল সকালের [আজ] ফ্লাইটে নড়াইল পৌঁছে যাব।’
দৈনিক দেশজনতা /এন আর