১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:০২

নেদারল্যান্ডে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

অনলাইন ডেস্ক:

নেদারল্যান্ডে প্রথমবারের মতো শহীদ মিনার নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ১৯ ফেব্রুয়ারি হেগের জাউডারপার্কে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নেদারল্যান্ডের হেগ পৌরসভার কর্তৃপক্ষ ২০১৭ সালের অক্টোবরে হেগের ঐতিহ্যবাহী জাউদারপার্কে এটি নির্মাণের জন্য জমি বরাদ্দ করেছে। বর্তমানে এর নকশা প্রণয়নের কাজ চলছে।

এদিন নেদারল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশীরা এতে অংশগ্রহণ করেন এবং শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১০:৩৭ পূর্বাহ্ণ