১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণ: নিহত ২

 নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বন্য হাতির আক্রমণে ২ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ হারানো ব্যক্তিরা হলো- উখিয়ার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারি গ্রামের মো. ফজলের ছেলে মো. আলম প্রকাশ চিকন আলী (২৮) ও কুতুপালং অনিবন্ধিত ক্যাম্পের ব্লক ডি-৪ এর বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে ফয়েজ (৩০)।

ওসি মো. আবুল খায়ের জানান,  হাতির পায়ে পিষ্ট হয়ে একজন রোহিঙ্গা ও স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাদের মৃতদেহ উদ্বার করেছে পুলিশ। এছাড়া বন্যপ্রাণীর আবাসস্থলে লাখ লাখ রোহিঙ্গা ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করায় হাতির দল ঐসব এলাকায় মাঝে মধ্যেই হানা দেয় বলেও জানান তিনি।

জানা যায়, বৃহস্পতিবার সকালে কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে একটি বন্য হাতি ঢুকে পড়ে। এসময় বন্য হাতিটি শতাধিক ঝুপড়ি ঘর ভেঙে ফেলে। এছাড়াও পার্শ্ববর্তী রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়াপাড়া নার্সারি এলাকায় বন্য হাতির একটি দল তাণ্ডব চালিয়ে লণ্ডভণ্ড করে দিয়েছে ১৩টি ঝুপড়ি ঘর।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ৮:১১ অপরাহ্ণ