১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫১

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জ প্রতিবেদক:

গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর বিণা উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ইমাদ পরিবহনের একটি বাস বিণা উপকেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত ও বাসের ১০ যাত্রী আহত হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ৮:০০ অপরাহ্ণ