১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

সাভারে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

সাভারে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, শুক্রবার ভোরে বিরুলিয়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নামে প্রায় দুই ডজন মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

নিহত মুক্তার হোসেন মুক্তি (৪৫) সাভার পৌর এলাকার ছোট বলিমেহের মহল্লার আখতার হোসেনের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি কামরুজ্জামান বলেন, “মজিদপুর এলাকার অস্ত্রধারী মাদক সম্রাট মুক্তারকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২৬, ২০১৭ ১১:১২ পূর্বাহ্ণ